আমতলীতে ৪৮ বছরের দুর্ভোগ একটি সেতুর অভাব
.jpg)

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজার ও কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের টেপুরা নদীর উপর একটি ব্রিজের অভাবে ১৫ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থী ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহায়ে আসছে।
এখানে একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবী গ্রামবাসীদের। দেশ স্বাধীনের পর থেকে এ ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বহু আবেদন-নিবেদনও করা হয়েছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেপুরা বাজারের দক্ষিন পাশে টেপুরা নদীতে একটি ব্রিজের অভাবে হাজার হাজার মানুষ দুর্ভোগে রয়েছে। এই খেয়া দিয়ে গলাচিপা উপজেলার গোলখালী, আমতলীর হলদিয়া, কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের ত্রিমোহিনী এলাকার মানুষকে বিভিন্ন প্রয়োজনে বরগুনা আমতরী কলাপাড়া গলাচিপা যাতায়াত করতে হয়। ব্রিজের অভাবে ভ‚ক্তভোগীদের জন্য বিড়াম্বনার সৃষ্টি হয়েছে। নদী তীরবর্তী গ্রামগুলোতে মানুষের বসবাস। সেখানে যোগাযোগের তেমন কোন উন্নয়ন ব্যবস্থা না হওয়ায় রাষ্ট্রের অনেক জরুরী সুযোগ-সুবিধা ও সেবা থেকে বঞ্চিত রয়েছে ওইসব গ্রামের মানুষজন।
যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকতার যুগে এসে স্বাধীনতার ৪৮ বছর পার হলেও টেপুরা বাজার সংলগ্ন টেপুরা নদীর ওপর দিয়ে পারাপারের জন্য আজও কোন ব্রিজ নির্মান হয়নি। যার কারণে টেপুরা নদীর দুপাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন ঘটেনি।
আমতলীর হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, হলদিয়া ও চম্পাপুর ইউনিয়নের যোগাযোগের মাধ্যম টেপুরা নদীতে একটি ব্রিজ নির্মান এলাকা বাসীর দীর্ঘদিনের দাবী । আমি বিষয়টা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
আমতলী উপজেলঅ প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন সরেজমিন পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
ভূক্তভোগিরা জরুরী ভিত্তিত্বে টেপুরা নদের উপর ব্রিজ নির্মানের দাবী জানিয়েছেন।
এসএমএইচ
