ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

ঈদের নামাজের জন্য ওজু-গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু 

ঈদের নামাজের জন্য ওজু-গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা সদর উপজেলায় মেহেদী হাসান (২০) নামের এক যুবক ঈদের নামাজের জন্য ওজু-গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে  মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে  কাঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মেহেদী হাসান একই এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ পড়ার জন্য সকালে বাড়ির পুকুরে ওজু-গোসল করতে গিয়েছিল মেহেদী হাসান। পরে অনেক সময় ধরে তাকে না দেখতে পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে। পরে মেহেদীকে পুকুরে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ