বামনায় ইয়াবাসহ যুবক আটক


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বরগুনার বামনায় উপজেলার কালাইয়া গ্রাম থেকে ১০৩ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম মো. বাবুল(৩৩)। সে কালাইয়া গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
ডিবির ভারপ্রাপ্ত ওসি মো. ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০৩ পিস ইয়াবাসহ মাদকারকারি বাবুলকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে
মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এইচকেআর

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন