বাবাকে বিএনপিতে আসার আহ্বান ছাত্রদল সভাপতির

বাবাসহ পরিবারের সবাইকে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। তার বাবা ও ভাইয়েরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির রাজনীতি করায় পরিবারের সঙ্গে বহু আগে থেকেই দূরত্ব তৈরি হয় শ্রাবণের।
গত ১৭ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেখানে সভাপতি করা হয়েছে পুরনো কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা শ্রাবণকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৩-২০০৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। শ্রাবণ যশোরের কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলামের ছেলে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবণ জানান, ‘আমি পরিবারের সবাইকে বিএনপির রাজনীতিতে আসার অনুরোধ করেছি। সিদ্ধান্ত নেওয়া না নেওয়া তাদের ব্যাপার।’
পরিবারের সঙ্গে শ্রাবণের সম্পর্ক নেই প্রায় ১৫ বছর ধরে। এ বিষয়ে শ্রাবণ জানান, ‘বিএনপিতে যোগ দেওয়ায় পরিবার আমার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। আমি প্রথম প্রথম যোগাযোগ রাখার অনেক চেষ্টা করেছি। যখন আমি বুঝতে পেরেছি তারা সম্পর্ক স্বীকার করতে চায় না তখন আমি আমার মতো করে রাজনীতি করে গেছি।’
এমইউআর
