ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সুস্থ আছেন


নিউইয়র্কের একটি হসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এর আগে, গুগলে ছড়িয়ে পড়ে ভিডিপি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেছেন।
এছাড়া ডেপুটি স্পিকারের মেয়ে বুবলী তার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে ৷
এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক পোস্টে জানান- বরেণ্য রাজনীতিবিদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব ফজলে রাব্বী, এমপি আল্লাহর রহমতে এখনও সুস্থ আছেন। তিনি নিউইয়র্কের একটি বিশ্ব বিখ্যাত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দয়া করে গুজব ছড়াবেন না। আপনারা উনার দ্রুত আরোগ্য কামনা করবেন।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দেশ এবং বিদেশ থেকে অনেক ফোন কল পাচ্ছি, তাই সবার অবগতির জন্য এ পোস্ট করেছি।
এমইউআর
