ঢাকা শনিবার, ২৬ জুলাই ২০২৫

Motobad news

সম্মেলন প্রমাণ করেছে উজিরপুর আ.লীগের ঘাটি : তালুকদার ইউনুস

সম্মেলন প্রমাণ করেছে উজিরপুর আ.লীগের ঘাটি : তালুকদার ইউনুস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৯ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় সর্বশেষ ওটরায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক রাড়ীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।


বিশেষ অতিথি ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ফাইয়াজুল হক রাজু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম কিবরিয়া নান্নু প্রমুখ। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস বলেন, আওয়ামী লীগ একটি শক্তিশালী ঐতিহ্যবাহী সংগঠন। উজিরপুরের প্রতিটি ইউনিয়ন আ’লীগের সম্মেলনে জনতার ঢল নেমেছে। এতেই প্রমাণিত হয় উজিরপুর আওয়ামী লীগের ঘাটি। দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে ইতিমধ্যে উজিরপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। 
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন