শুধু আওয়ামী লীগের মধ্যেই দেশপ্রেম আছে


দেশপ্রেম শুধু আওয়ামী লীগের মধ্যেই আছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, এটা (দেশপ্রেম) আমরা বঙ্গবন্ধুর রক্তের মধ্য দিয়ে পাই। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে গৃহহীনদের গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে প্রায় ৩৩ হাজার পরিবারকে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর দিচ্ছেন। এটা প্রধানমন্ত্রীর সাহসিকতা, এ চিন্তা ছিল বঙ্গবন্ধুর। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না এটা আমাদের বিরল অর্জন। এর আগে প্রথমবার ক্ষমতায় এসে শেখ হাসিনা ১৯৯৬ সলে আবাসন এবং আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেছিলেন। ওনার লক্ষ্য দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না।
এমইউআর
