ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুসাব্বির হত্যার প্রতিবাদে বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ভোলায় বিএন‌পি-ডেভেলপমেন্ট পা‌র্টির সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৫৮ মতপার্থক্য থাকলেও যেন মতবিভেদ না হয়: তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত  
  • সাংবাদিকতায় অর্ধশতাব্দী পার করলেন নজরুল ইসলাম চুন্নু

    সাংবাদিকতায় অর্ধশতাব্দী পার করলেন নজরুল ইসলাম চুন্নু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনে কাজ দিয়ে জায়গা করে নিয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। সাংবাদকিতা বা সংস্কৃতি চর্চা-কোন স্থানেই তাকে উপক্ষো করে যাওয়া সম্ভব নয়। 

    তুখোর মেধাবী এই মানুষটি স্মরণ রেখেছেন তার সাংবাদিকতার হাতেখড়িরর গল্পটিও। আজ রোববার (১৭ এপ্রিল) সাংবাদিকতায় ৫১ বছর পার করেছেন তিনি। 

    নজরুল ইসলাম চুন্নু জানিয়েছেন, ১৯৭১ সালের মার্চ থেকে এপ্রিল বরিশাল ছিল শত্রুমুক্ত। তখন বরিশালে কোন সংবাদপত্র আসতো না। বরিশাল যুবসংঘ ১৯৭১ সালের ১৭ এপ্রিল প্রকাশ করলো স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সংবাদপত্র অর্ধ সাপ্তাহিক বাংলাদেশ। 

    যুব সংঘের সাথে জড়িত থাকার সুবাদে আমিসহ আরও অনেকে যুক্ত হই এই সংবাদপত্রটির সাথে। বস্তুত সাংবাদিকতার হাতেখড়ি আমার এখান থেকেই। এরপর এল স্বাধীনতাযুদ্ধের নবম সেক্টর এর মুখপাত্র সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ। 


    নজরুল ইসলাম চুন্নু বলেন, পশ্চিমবাংলার হাসনাবাদ থেকে বিপ্লবী বাংলাদেশ বের হতো। ১৯৭১ সালের ডিসেম্বরের শেষ দিকে বরিশাল থেকে প্রকাশিত হতে শুরু করে। ওই সময় যুক্ত হই বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সাথে। 


    ১৯৭৩ এ দৈনিক পূর্বদেশের বরিশাল সংবাদদাতা পদে যোগদেই এবং পরে বাংলাদেশ টাইমসের বরিশাল সংবাদদাতা হিসেবে কাজ করতে শুরু করি। 

    ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ বেতার এর জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছি। 

    এই দীর্ঘ সময়ে অনেক বরেণ্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সান্নিধ্যে এসেছি। মহান মুক্তিযুদ্ধ সহ অনেক উত্থান-পতন প্রত্যক্ষ করেছি। রয়েছে অনেক তিক্ত ও মধুর স্মৃতি। 

    এই গুনী মানুষটি বর্তমান সময়ের সকল সাংবাদিকদের প্রতি শুভ কামনা জানিয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ