ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • সাব-রেজিস্ট্রার অফিসের সহকারীর ড্রয়ার থেকে ৩ লাখ টাকা উদ্ধার

    সাব-রেজিস্ট্রার অফিসের সহকারীর ড্রয়ার থেকে ৩ লাখ টাকা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তারের ড্রয়ার থেকে ৩ লাখ ১ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    তাৎক্ষণিকভাবে টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা বা রেকর্ডপত্র দিতে পারেননি তিনি। বর্তমানে জান্নাতুল আক্তারকে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

    বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে এক অভিযানে ওই টাকা উদ্ধার করা হয়। দুদকের জনসংযোগ দফতর সূত্র এ তথ্য জানিয়েছেন।

    দুদক জানায়, কুষ্টিয়ার জেলার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে জমির দলিলের নকল প্রদানে ঘুষ দাবির অভিযোগে আজ অভিযান পরিচালিত হয়ে। অভিযানে দুদক টিম তল্লাশি করে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তারে ড্রয়ার থেকে ৩ লাখ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা/রেকর্ডপত্র দিতে অসমর্থ হন।

    অভিযান সূত্রে আরও জানা যায়, দুদক টিম জানতে পারে আজ ওই সাব-রেজিস্ট্রার অফিসে মোট ২৮৩টি দলিল রেজিস্ট্রেশনের জন্য জমা পড়ে। তবে বর্তমানে সাব-রেজিস্ট্রি অফিসে নগদে কোনো ধরনের ফি/টাকা নেওয়ার বিধান নেই। দলিল রেজিস্ট্রেশনের ফি পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। তাই, প্রাথমিকভাবে উদ্ধার করা অব্যাখ্যায়িত টাকা ঘুষের অর্থ বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে।

    আরও জানা যায়, কুষ্টিয়ায় দৌলতপুরের সাব-রেজিস্টার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সুব্রত কুমার সিংহ। যার মূল পোস্টিং কুষ্টিয়ার সদরের সাব-রেজিস্ট্রার অফিসে।

    অর্থ উদ্ধারের বিষয়ে দুদক টিম মামলা দায়েরর সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে। এদিকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান থাকায় অভিযোগ সংশ্লিষ্ট জান্নাতুল আক্তারকে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ