ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী বিএনপির ৪ কমিটি স্থগিত গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের প্রেমে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪, একজন আটক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের সোনার ভরি ২৩৪৬৮০ টাকা, ভাঙলো অতীতের সকল রেকর্ড  ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা
  • কাউখালীতে ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

    কাউখালীতে ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলদেশ ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার উদ্যোগে তিন দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে শেষ দিন বৃহস্পতিবার বিকেলে কাউখালী উপজেলা ছাত্রলীগ এক বর্ণাঢ্য শোভাযাত্র, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বর্ণাঢ্য শোভাডাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিরুজ্জামান অনিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামলীগের সাবেক সাধারন সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তালুকদার মো. দেলোয়ার হোসেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি শাহ মো. কাইউম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু তালুকদার, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিুত। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ