ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • সংসারের ভার আমতলীর শিশু শ্রমিক লোকমানের  কাঁধে

    সংসারের ভার আমতলীর শিশু শ্রমিক লোকমানের  কাঁধে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যে বয়সে স্কুলে যাওয়ার কথা সে বয়সে পিতার চিকিৎসা ও সংসারের  হাল ধরেছে শিশু শ্রমিক নুর লোকমান চৌকিদার  (১০)। লেখাপড়ার  ইচ্ছা থাকা সত্তে¡ও অভাবের কারনে পড়া লেখা করতে পারেনা । দিনের পর দিন খেয়ে না খেয়ে খুপরী ঘরে অসুস্থ পিতাকে  নিয়ে দিনাতিপাত করছে  লোকমান । 

    আমতলীর গাজীপুর বন্দরের রফিক তালুকদারের হোটেলে বয়ের কাজ করে জীবন নির্বাহ করেন শিশু লোকমান।  জানাগেছে, উপজেলার আঠারগাছিয়া  ইউনিয়নের সোনাখালী  গ্রামের লতিফ চৌকিদারের পুত্র লোকমান চৌকিদার (১০) উপজেলার গাজীপুর বন্দরের  রফিক তালুকদারে হোটেলে বয়ের কাজ করেন।   জানাগেছে,  লোকমানের বয়স যখন ২ বছর  তখন তার শারিরিক প্রতিবন্দী পিতা লতিফ চৌকিদাওে সংসার ফেলে লোকমানের মা চলে যায়। সে এখন অন্যত্র বিয়ে করে সংসার করছেন। 

     লতিফ চৌকিদারের কোন জমি জমা নাই । পরের জমিতে  খুপড়ি ঘর তুলে লোকমানকে নিয়ে বসবাস করছেন। শিশু পুত্র নুর লোকমানকে  নিয়ে অসহায় হয়ে পরে শারিরিক প্রতিবন্দী লতিফ চৌকিদার । সহায় সম্বল বলতে ৭/৮ বছর আগে দেয়া এনজিওর একটি ছোট্র  ঘর ছাড়া আর কিছুই নেই। মানুষের সাহায্য সহযোগীতায়  জীবন চালায় সে। আস্তে আস্তে লোকমান  বড় হয়।  লোকমানের পিতা হটাৎ আরো  অসুস্থ হয়ে পড়ে  সংসারের ভার এসে পড়ে শিশু লোকমানের  কাঁধে। মাসিক দুই হাজার  পাঁচশ টাকা বেতনে গাজীপুর বন্দরের রফিক তালুকদারে হোটেলে  বয়ের কাজ নেয়। প্রতিদিন সকাল থেকে রাত অবদি কাজ করতে হয় তাকে। দুই হাজার পাঁচশ  টাকা বেতনে কোন মতে খেয়ে না খেয়ে সংসার চলে ।  একমাত্র সম্বল   এনজিওর দেয়া ছোট্র একটি খুপরী ঘরে বাবা  ছেলে বসবাস করছে। বৃষ্টি আসলেই ঘর পানিতে ভেসে যায়। 

    শিশু লোকমান  আক্ষেপ করে বলেন, এতো মানুষ সরকারী ঘর পায় আমাকে কেউ একটি ঘর দেয় না একটি ঘর হলে অসুস্থ বাবাকে  নিয়ে ভালো ভাবে বসবাস করতে পারতাম।  শিশু লোকমানের পিতা লতিফ  কান্নাজনিত কন্ঠে বলেন, সরকার এতো কিছু দেয় মোরা পাইনা।  হুনি সরকার এত ভাতা দেয় মোওে কেউ দেয়ন। মুই পোলাডারে নিয়া  খুব কষ্টে বাইচ্যা আছি।  

    আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন বলেন,  ঐ শিশু  লোকমান ও তার পিতা লতিফ চৌকিদারের খোজ  খবর নিয়ে পূর্নবাসনের ব্যবস্থা নেয়া হবে।  আমতলী উপজেলা নির্বাহীঅফিসার মো. আসাদুজ্জামান বলেন, শিশু  লোকমান ও তার পিতার সম্পর্কে খোজ নিয়ে  তাদের দু:খ দুদর্শা লাঘবে আশু ব্যবস্থা নেয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ