ঢাকা শনিবার, ২৮ জুন ২০২৫

Motobad news

মধ্য আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪

মধ্য আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট অঞ্চলের মধ্যে আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ যাত্রী। সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন এক নারী ও দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। কেন ও কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করবে। ব্রিসবেন থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ড পুলিশের কর্মকর্তা গ্যারি ওরেল বলেন, দুর্ঘটনার সময় মনে হচ্ছিল, একটি হেলিকপ্টার উড়ছে ও অপরটি অবতরণ করছে। নিহত চারজন ও আহত ব্যক্তিদের মধ্যে তিনজন একই হেলিকপ্টারের আরোহী ছিলেন। আহত অপর ছয়জন ছিলেন দুর্ঘটনায় জড়ানো অন্য হেলিকপ্টারের আরোহী।

তিনি বলেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার যে এলাকায় আছড়ে পড়ে, সেখানে অনেক বেশি বালু ছিল। ফলে হেলিকপ্টার খুঁজে বের করে হতাহতদের উদ্ধারে বেগ পেতে হয় জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীদের।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন