ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • অসাদাচণের দায়ে মোংলা বন্দরের দুই কর্মচারী বরখাস্ত

    অসাদাচণের দায়ে মোংলা বন্দরের দুই কর্মচারী বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিবের সঙ্গে অসাদাচণের দায়ে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মচারীরা হলেন, বন্দর কর্তৃপক্ষের পানির জাহাজ এম এভি তৃষ্ণার ড্রাইভার মোঃ কামাল হোসেন এবং হারবার বিভাগের টোপাস (জাহাজ পরিছন্নকর্মী) মিখাইল মণ্ডল। 

    রবিবার (২০ নভেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) তাদের সাময়িক বরখাস্ত করেন।

    ৯ নভেম্বর বরখাস্তকৃত ওই দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষের সচিব চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মূসা বরাবর লিখত অভিযোগ করেন। 

    অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৮ নভেম্বর বন্দরের গুরুত্বপূর্ণ কাজ শেষে হিরণ পয়েন্ট থেকে ফিরে আসার সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পানির জেটিতে নোঙ্গর করা এম ভি তৃষ্ণা জাহাজে আসেন। এরপর জাহাজে থাকা টোপাস মিখাইল মন্ডল চরম উত্তেজিত হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। নিজেকে বন্দর কর্তৃপক্ষের সচিব পরিচয় দেওয়ার পরও তিনি আরও ক্ষিপ্ত হন। এসময় তার পাশে উপস্থিত ছিলেন তৃষ্ণা জাহাজের ড্রাইভার মোঃ কামাল হোসেন। তিনি এ ঘটনার প্রতিবাদ না করে তাকে উস্কে দেন। এই ঘটনার জন্য বন্দর কর্তৃপক্ষের প্রতি অসদাচরণ ও অবহেলার এবং সন্মান ক্ষুন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জন্য এই অভিযোগ দেন সচিব। 

    মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বরখাস্তকৃত কর্মচারী কামাল এবং মিখাইলের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে । এরপর তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'। 

    সচিবের অভিযোগের প্রেক্ষিতে এম ভি তৃষ্ণা জাহাজের মাস্টার, লস্কর ইনচার্জ, লস্কর এবং আনসারদের সাথে কথা বলে এ ঘটনার সত্যতা পান শাহীনুর আলম। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয়েছে বলেও জানান তিনি।


     


    আলী আজীম/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ