বৈশাখীর 'সকালের গানে' গাইবেন অদিতি আরশী


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বৈশাখীর 'সকালের গানে' এবার গাইবেন কণ্ঠশিল্পী অদিতি আরশী। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে মঙ্গবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ২০ মিনিটে।
অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল হাসান সুজন ও মামুন আব্দুল্লাহ। অদিতি আরশী মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেও তিনি অভ্যস্ত। আজ প্রচার হবে তার গাওয়া ৯টি গান।
অদিতি আরশী বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
এমইউআর

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন