ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের সোনার ভরি ২৩৪৬৮০ টাকা, ভাঙলো অতীতের সকল রেকর্ড  ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • সুশান্তের মৃত্যুর দু’বছর পর কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী

     সুশান্তের মৃত্যুর দু’বছর পর কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লম্বা সময় কাজের বাইরে ছিলেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালের জুন মাস থেকে তাকে আর কাজে দেখা যায়নি। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর প্রায় দুই বছর পর শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কাজে ফিরেছেন রিয়া চক্রবর্তী। এক রেডিও স্টেশনের টক শোতে দেখা গেল তাকে। দিলেন হাল না ছাড়ার বার্তা। নতুনভাবে জীবন শুরু করার কথাও বললেন।

    ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন রিয়া নিজেই। লিখেছেন, ‘গতকাল বছর দুয়েক পর কাজে গিয়েছিলাম। এই কঠিন সময়ে যে বা যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যাই হয়ে যাক না কেন, সূর্য তো উদয় হয়ই, তাই হাল ছেড়ো না।’

    হাতে স্ক্রিপ্ট, সামনে মাইক, মুখে হাসি… স্বাভাবিকভাবেই ফিরেছেন তিনি। বলছে এই ছবিই। কমেন্ট বক্স ভেসেছে অনুরাগীদের শুভেচ্ছায়। প্রিয় বন্ধু শিবানী দান্ডেকরও লিখেছেন, ‘হ্যাঁ মেয়ে, এগিয়ে যা’। শুধুই কি শিবানী? পত্রলেখা থেকে শুরু করে মল্লিকা দুয়া রিয়ার নতুন ইনিংসে জানিয়েছেন শুভেচ্ছা।

    ২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে। আত্মহত্যা না খুন… সেই রহস্যের এখনও কিনারা হয়নি। তবে তার রহস্য মৃত্যু বলিউডের দিকে আঙুল তোলে সরাসরি।

    সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। তিনি ছিলেন সুশান্তের প্রেমিকা, তাই জল গড়িয়েছিল অনেক দূর। নেটিজেনদের কাঠগড়ায় দোষী ছিলেন তিনি। এরই মধ্যে মাদক মামলায় নাম জড়ায় রিয়া ও ভাই শৌভিকের। দুজনই মাদক মামলায় কারাগারে ছিলেন, ছাড়াও পেয়েছেন। এর মধ্যে শৌভিকের কারাবাসের সময় ছিল রিয়ার থেকে বেশি। সেসব এখন অতীত।

    গত বছর মুক্তি পেয়েছে রুমি জাফরির ছবি চেহরে। এই ছবিতে স্বল্প পরিসরে অভিনয় করেছিলেন রিয়া। বক্স অফিসে যদিও সেই ছবি হিট হয়নি।

    শোনা গিয়েছিল বিগবসের ১৫তম সিজনে অংশ নেওয়ার জন্য রিয়ার কাছে গিয়েছিল মোটা টাকার অফার। কিন্তু রিয়া নাকি রাজি হননি। বিতর্কিত জীবনে আরও বিতর্ক না বাড়াতেই নাকি রিয়া পিছিয়ে গিয়েছিলেন ওই টাকার প্রলোভন সত্ত্বেও। তবে বলিউডে তিনি যে আবার ফিরতে চাইছেন, সে কথা বারবারই বলছিল রিয়ার ঘনিষ্ঠ মহল। অবশেষে সেই দিন এলো। কাজে ফিরেছেন রিয়া। বলিউড তথা দর্শক কি আবারও গ্রহণ করবে তাকে? জবাব দেবে সময়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ